বিজেপি মন্ডল সহ সভাপতি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ৫০০ কর্মী-সমর্থক সহ হুগলির ভদ্রেশ্বরে

bhepপ্রবীর বোস:  আসন্ন বিধানসভায় বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এখানে। আজ বুধবার সকালে ভদ্রেশ্বর পৌরসভার অন্তগত একটি অনুষ্ঠান ভবনে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বৈঠক ও অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের যোগদান করবার আগে চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন একথা জানান। বুধবার সকালে ভদ্রেশ্বরে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক ইন্দ্রনীল সেন ছাড়াও ভদ্রেশ্বর পৌরসভার প্রাক্তন পুরপ্রধান তথা প্রশাসক প্রলয় চক্রবর্তী, প্রাক্তন উপ প্রধান প্রকাশ জশয়াল, চন্দননগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাম চক্রবর্তী, চন্দননগর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিমেষ বন্দ্যোপাধ্যায় সহ ভদ্রেশর ও চন্দননগরের শহর তৃণমূল  কংগ্রেসের নেতা ও কর্মীরা। এদিন এই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি অনুষ্ঠানে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রায় পাঁচশোর উপর নেতা ও কর্মীরা চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

21cd3a2b-a3ed-40a6-ac4b-d0086f9b8c7f

77a864ae-11de-4624-8347-f142b92593bf

উল্লেখযোগ্য বিষয়টি হল এই অনুষ্ঠানে ভদ্রেশ্বর শহর বিজেপি মন্ডল সহ সভাপতি ওম প্রকাশ সাউ (ওম) সহ পাঁচশো জনের বেশি ভদ্রেশ্বরের বিভিন্ন ওয়ার্ডের বিজেপির কর্মীরা যোগদান করেন। এক সাক্ষাত্‍কারে ভদ্রেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রশাসক প্রলয় চক্রবর্তী জানান, আজ বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন মন্ত্রী তথা চন্দননগর বিধায়কের হাত থেকে তৃণমূলে কংগ্রেসের পতাকা নিয়ে। যত বিধানসভা নির্বাচন কাছে আসবে আরো মমতা ব্যানার্জির হাত শক্ত বা তৃণমূল কংগ্রেসের দলকে শক্তিশালী করতে অনান্য রাজনৈতিক দলের কর্মীরা দলে দলে যোগদান করবেন।

advt-1

advt-2

advt-3

FVADVT

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading