Site icon Sambad Pratikhan

কোন্নগরে ব্যানার্জি বাড়িতে শতাব্দী প্রাচীন জন্মাষ্টমী ব্রত পালন

Advertisements

নিজস্ব সংবাদদাতা, হুগলি: কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সুকান্ত পল্লীর ব্যানার্জি বাড়ির জন্মাষ্টমী পূজা মহা ধুমধামের সাথে পালন করা হচ্ছে। পূর্ববঙ্গের বরিশাল জেলায় পাজি পুতি পাড়ায় প্রথম এই জন্মাষ্টমী পূজা শুরু হয়। দেশভাগের পরে এখানে চলে আসার পরও এই পূজা বন্ধ হয়নি বলে জানান নতুন প্রজন্মের সদস্যা অনামিকা ব্যানার্জি। এই পরিবারের বর্তমান গৃহকর্তী পারুল ব্যানার্জি বলেন সব রকম ফল, পোলাও, তালের বড়া, মাখন, মোহনভোগ ইত্যাদি খাবার রান্না করে দেওয়া হয়। নতুন ধুতি, মাথায় মুকুট, গলার হার, কানের দুল পড়িয়ে সাজানো হয় গোপালকে। আজও এই জন্মাষ্টমীর উৎসব মহা ধুমধামের সাথে পালন করা হচ্ছে। এই উপলক্ষে ব্যানার্জি বাড়িতে জন্মাষ্টমীর ভক্তরা আসতে থাকে। কৃষ্ণের মঞ্চ আলোকমালায় সেজে ওঠে। ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় ছোট গোপালকে। রাতে কৃষ্ণের ভোগ দেওয়া হয়। ভক্তদের কাছ থেকে শোনা যায় ব্যানার্জি পরিবারের কোন একজনকে ছোট কৃষ্ণ স্বপ্ন দেখিয়েছিলেন এরপর থেকেই চলছে বছরের-পর-বছর জন্মাষ্টমী ব্রত। এই দিনটায় ছোট কৃষ্ণকে হাসতে দেখেন সবাই। নতুন প্রজন্মের সংযুক্তা ব্যানার্জি বলেন যতই অসুবিধা হোক বা যতই বাধা বিপত্তি আসুক না কেন গোপালের পূজা আমরা চালিয়ে যাবই।

Exit mobile version