‘দলের সঙ্গে আলোচনা করেই আগামীর রূপরেখা ঠিক করব’-অরিন্দম গুঁই

ffa44ebe-725f-4b73-9fa9-5cc69cf8492e-removebg-preview-(2)

নিজস্ব সংবাদদাতা: হুগলি জেলার যুব তৃণমূলে ব্যাপক পরিবর্তণ। এই জেলায় যথাক্রমে সুমনা সরকার ও অরিন্দম গুঁইকে হুগলি লোকসভা ও শ্রীরামপুর লোকসভার সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে। হুগলি জেলার শ্রীরামপুর লোকসভার যুব তৃণমূলের নব নির্বাচিত সভাপতি হিসাবে নির্বাচিত হবার পর বৈদ্যবাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান বর্তমান প্রশাসক অরিন্দম গুঁই সংবাদ প্রতিখনের সম্পাদককে দেওয়া এক একান্ত সাক্ষাত্‍কারে জানান, দল থেকে তাঁর ওপর ভরসা করে তাঁকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন এবং আগামীতে দলের সকলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কার্যপদ্ধতি নির্ধারন করবেন ও এই লোকসভায় যুব তৃণমূলের আগামী কার্যাবলী নির্ধারন করা হবে।

%d