মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় অরণ্য সপ্তাহ পালন হলো মালদায়

maldaরুহুল আলম, মালদা: আম্ফানের তাণ্ডবে সারা রাজ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা পূরণ করতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সারা রাজ্যব্যাপী ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছেন। এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সোমবার মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা রাজ্য সভার সাংসদ মৌসম নূরের সহযোগিতায় মালদার পুরাতন মালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর  বৈশিষ্ট্য ত্রিবেদীর উদ্যোগে সোমবার পুরাতন মালদার দলীয় কার্যালয় থেকে ৫০০ চারাগাছ রোপন এবং বিতরণ করা হয়। এ প্রসঙ্গে বৈশিষ্ট্য ত্রিবেদী বলেন, ‘আমরা রাজ্যসভার সাংসদ মৌসুম নূরের সহযোগিতায় সাত দিনব্যাপী অরণ্য সপ্তাহ পালন করছি।

তারই অঙ্গ হিসাবে আজ বৃক্ষরোপণ এবং কুপনের মাধ্যমে ৫০০টি ফরেস্টের চারাগাছ জনসাধারণের মধ্যে বিতরণ করলাম।’

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading