Site icon Sambad Pratikhan

মাস্ক ছাড়া বাইক চালানোর জন্য কান ধরে ওঠবোস করল পুলিশ

Advertisements

নিজস্ব সংবাদদাতা: লক ডাউন মানতে নানা অভিনব সাজা দিতে আমরা পুলিসদের দেখেছি , কিন্তু এই মূহুর্তে চলতে থাকা পরিস্থিতিতে পথ দুর্ঘটনা এড়াতে ও বাইক চালকদের সচেতন করতে  এবং মাস্ক ছাড়া গাড়ি চালানোর জন্য সঠিক শিক্ষা দিতেও দেখা গেল সেই পুলিসকেই । সম্প্রতি হুগলি জেলার আড়ম্বর মহকুমার গোঘাট থানার অন্তর্গত কামড়পুকুর চটিতে দেখা গেল গোঘাট থানার পুলিশকে আবার অভিনব উপায়ে বিনা হেলমেটে মাক্স বিহীন বাইক আরোহীদের সঠিক শিক্ষা দিতে রাস্তায় কান ধরে ওঠবোস করতে।

(সুত্র ও ছবি: শুভদীপ ও প্রবীর)

Exit mobile version