আম্ফানে ক্ষতিগ্রস্তের টাকা না পাওয়া সুন্দরবনবাসীর পাশে তৃণমূল

8343e8a9-de4d-41be-b7e6-25dd64f91bc2সৌমাভ মণ্ডল, বসিরহাট সুন্দরবনে আম্ফানে ক্ষতিগ্রস্ত ও করোনা আতঙ্কের জেরে ডাকা লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাড়ালো তৃণমূল কংগ্রেস। বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগজ্ঞ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের ১২৬ নং বুথ তৃণমূল কংগ্রেসের উদ‍্যোগে শতাধিক সুন্দরবনবাসীকে দৈনন্দিনে ব‍্যবহৃত সামগ্রী তুলে দেওয়া হলো। এই পঞ্চায়েতের প্রচুর মানুষ এখনো আম্ফানে ক্ষতিগ্রস্তের টাকা পাইনি। পাশাপাশি রাজ‍্যের ডাকা লকডাউনে প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের এখন নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা।

তাই তাদের দুর্দশা খণ্ডন করতে সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়নাল আবেদীন গাজীর তত্ত্বাবধানে ও তৃণমূলের ১২৬ নং বুথ সভাপতি সুকুমার মন্ডল সহ স্থানীয় একাধিক তৃণমূল কর্মীদের উদ‍্যোগে আম্ফানে ক্ষতিগ্রস্ত ও লকডাউনে কর্মহীন হয়ে পড়া গ্রামবাসীদের হাতে চাল, আলু, ডাল, সোয়াবিন, সর্ষের তেল, বিস্কুট ও সর্বোপরি মহিলাদের শাড়ী এবং পুরুষদের বস্ত্র তুলে দেওয়া হলো। এই সামগ্রী গুলি পেয়ে সমস্যার কিছুটা সমাধান হলো বলেই মনে করছেন সুন্দরবনবাসীরা।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading