Site icon Sambad Pratikhan

ইছামতীর পাড়ে উল্টো রথের দিনে কাঠামো পুজো দিয়ে শুরু হয় ঘোষ বাড়ির মঙ্গল যাত্রা

Advertisements

সৌমাভ মণ্ডল, বসিরহাট : বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের ইছামতীর পাড়ে রামেশ্বরপুর গ্রাম। প্রায় ৩০০ বছরের এই প্রাচীন পুজোয় একসময় দুই বাংলার মানুষের মেলবন্ধন তৈরি হতো। উল্টোরথের দিন ঘোষ বাড়ি ঠাকুরদালানে কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হয় ঘোষ বাড়ির পুজো। প্রবীণ সদস্য নির্মল ঘোষ জানান এই প্রাচীন পুজোর মন্ডপে শুটিংও হয়েছিল। বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারের নিমন্ত্রণ ছবির শুটিং হয়েছিল এই ঠাকুর দালানে। অভিনয় করেছিলেন সন্ধ্যা রায়। পাশাপাশি রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, তুলসী মন্দির সহ একাধিক মন্দির। ওপার বাংলাদেশের মধ্যে এই ঘোষ বাড়ির পুজো ছিল খুব জনপ্রিয়। আজ থেকে দুর্গাপূজা পর্যন্ত এই ঠাকুরদালানে মঙ্গল ঘট পুজো হবে। আর কাঠামোর গায়ে মায়ের জন‍্য মাটির প্রলেপ দেওয়া শুরু হলো। এই রীতি দেখতে ভিড় জমায় স্থানীয় গ্রামবাসীরা।

Exit mobile version