Site icon Sambad Pratikhan

ন্যাজাট থানার হাটগাছিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, মহিলা ও শিশু সহ জখম ১২

Advertisements

সৌমাভ মণ্ডল, বসিরহাট :  বসিরহাট মহকুমার ন্যাজাট থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর ঘেরি এলাকার ঘটনা। সন্দেশখালি ১নং ব্লকের বিডিওর কাছে আম্ফানের প্রকৃত ক্ষতিগ্রস্তের তালিকা জানতে গিয়েছিলে বিজেপি কর্মী সমর্থক অজয় পাল, সঞ্জয় পাল ও আলপনা মন্ডল সহ বিজেপি কর্মী সমর্থকরা। সেখান থেকে ফেরার পর এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের উপর হামলা করে বলে অভিযোগ। বিজেপি কর্মীরাও বাঁশ, লাঠি ও লোহার রড নিয়ে অতর্কিতে হামলা চালায় বলে পাল্টা অভিযোগ করে তৃণমূল কর্মীরাও। তৃণমূলেরও বেশ কয়েকজন কর্মী-সমর্থকও জখম হয়েছেন। আম্ফানের ক্ষতিপূরণে নিয়ে বচসা শুরু হয়েছে শুক্রবার রাত আটটা নাগাদ। পুনরায় আজ শনিবার সকালে একই ঘটনা ঘটে। শিশুরাও রেয়াত পায়নি এই আক্রমণের হাত থেকে। এমনকি মহিলারাও প্রতিবাদ করতে আসলে তাদেরকে মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। সবমিলিয়ে মহিলা ও শিশু সহ যখম ১২ জন। তারা বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি।

ঘটনার তদন্ত শুরু করেছে ন‍্যাজাট থানার পুলিশ। এর পিছনে শুধুই কি আম্ফানের ক্ষতিগ্রস্ত বিবাদ না পুরনো বিবাদ না দুই পরিবারের মধ্যে পুরনো অশান্তির জের। গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে।

Exit mobile version