হুগলির পাণ্ডুয়ায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ আহত বহু

sপ্রবীর বোস, হুগলি: হুগলির পান্ডুয়া থানার অন্তর্গত বেলুন গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে আহত দুই পক্ষের বহুকর্মী। ঘটনাস্থলে প্রথমে দু থেকে চারজন পুলিশ কর্মীরা পৌছালে পুলিশের সামনেই মারধর চলে উভয়েই মধ্যে। মারধর থেকে বাদ পরেনি পুলিশ কর্মীরাও। আহতদের প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থায় অবনতি হওয়ায় চুচূড়া ইমামবাড়া হাসপাতালের ভর্তি করা হয়েছে।

%d bloggers like this: