চিনকে যোগ্য জবাব দিতেই হবে-বিজেপি

7c18578a-f3be-4936-8920-fd0প্রবীর বোস, হুগলি: বেশ কিছু দিন ধরে লাদাখের সীমান্তে ভারত এবং চিনের মধ্যে যে সংঘর্ষ চলছে এবং দু পক্ষের সংঘর্ষে মধ্যে ভারতের প্রায় ২০ জন সেনা শহীদ হয়েছে যার ফলে ক্ষোভে ফুসছে সারা দেশ এবং তার সঙ্গে জ্বলছে মনের মধ্যে প্রতিষোধের আগুন। এবং সেই ক্ষোভই আজ দেখা গেলো হুগলি জেলার চুঁচুড়া শহরে। এদিন সন্ধ্যা ৬টা নাগাদ হুগলি সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বে প্রায় ৩০০ জন কার্যকর্তা নিয়ে পিপুলপাতি মোড় থেকে চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত শোক মিছিল করে। এই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলা সভাপতি  গৌতম চ্যাটার্জী, রাজ্য নেতা স্বপন পাল সহ সভাপতি কল্যান বোলেল সম্পাদক রাজীব নাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানিয়ে গৌতম বাবু বলেন চিনের এই ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই এবং ভারত সরকারের কাছে আবেদন চিনকে যেন যোগ্য জাবাব দেওয়া হয়। তার সাথে চিনা দ্রব্য বয়কট করে ভারতীয় দ্রব্য সামগ্রী গ্রহন করার আবেদন জানান হুগলি জেলার সাধারন মানুষের কাছে।654e47bc-a1e4-48db-83bc-621

loket উল্লেক্ষ্য হুগলীর সাংসদ তথা বিজেপী নেত্রী লকেট চট্টোপাধ্যায় লাদাখ সীমান্তে নিহত শহীদ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন বীরভুমে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading