শুভদীপ দে, হুগলি: হুগলী জেলার পোলবার পাওনান গ্রামের শেখ পাড়ায় শুক্রবার একশো দিনের কাজ চলার সময়ে পুকুর খননের সময় একটি আট ইঞ্চির শতাব্দী প্রাচীন বুদ্ধমূর্তি উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় রীতিমত উত্তেজনা দেখা দেয়, এবং মূর্তিটিকে দেখতে এলাকায় প্রচুর মানুষের ভীড় জমে যায়। মূর্তিটিকে পোলবা পঞ্চায়েতে নিয়ে যাওয়া হয়।