অন্ধকারে কিছুটা হলেও আশার আলো, খুলছে রাজ্য পর্যটনের ৫ টি টুরিস্ট লজ

lodge_banner_image_13jun2017145439399নিজস্ব প্রতিনিধি: লক ডাউন সমাপ্তপ্রায় ধীরে ধীরে চেনা ছন্দে ফিরতে চলেছে আমাদের দেশ বলে দাবি করছেন অনেকেই। এই সময়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে যে শিল্পটি সেটি পর্যটন। আশার কথা আমাদের রাজ্যের পর্যটন দপ্তর আগামী ৮ জুন থেকে রাজ্যের ৫টি টুরিস্ট লজ চালু করছেন। আজ শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব এই কথা ঘোষণা করেন। তিনি জানান, করোনা সংক্রান্ত সকল রকমসুরক্ষা বিধি সকলকেই মেনে চলতে হবে। আনলক সিজন এক এ প্রাথমিক ভাবে এই রাজ্যের ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, মাইথন, রাঙাবিতান ও টিলাবাড়ি এই ৫টি টুরিস্ট লজকে পর্যটকদেরর জন্য খুলে দেওয়া হচ্ছে বলে পর্যটনমন্ত্রী জানান। তিনি আরও বলেন পর্যটকরা অনলাইনেও বুকিং করতে পারবেন এই লজগুলির জন্য।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading