Site icon Sambad Pratikhan

আম্ফানে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন

Advertisements

নিজস্ব প্রতিনিধি: আমাদের সমাজে এই মানুষগুলিকে আমরা সর্বদা একটু অন্য ভাবে দেখি বা ভাবি। আসলে ওনাদের কর্মক্ষেত্র কিছুটা হলেই সাধারনের কাছে ঈর্ষার। তাঁর আমাদের দেশের আর্থিক ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ। আমরা কথা বলছি আমাদের দেশের ব্যাংক কর্মচারীদের নিয়ে। আমাদের সাধারণ মানুষদের মনে এই সকল ব্যাংক কর্মচারীদের সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা রয়ে গেছে, আমরা ভাবি এই সকল ব্যাংক কর্মচারীর শুধুমাত্র নিজেদের কথাই ভাবেন, তাঁরা শুধুমাত্র নিজেদের দাবি-দাওয়া নিয়েই সারা বছর তাঁদের কাজের ফাঁকে আন্দোলন চালিয়ে যান। অথচ আমরা ভুলে যাই যে এই সকল ব্যাংক কর্মচারীরাও আপনার আমার মত সাধারণ, তাঁরা শুধুমাত্র নিজেদের দাবি সম্পর্কে ওয়াকিবহল নন। একবার ভাবুন তো, করোনা আবহে চলা লক ডাউনে আপনি আমি যখন নিজেদের ঘরে সুরক্ষিত অবস্থায় নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি বা কাটাচ্ছি, সেই সময়ে কিন্তু আমাদের দেশের আর্থিক অবস্থাকে সচল রাখতে এই সকল ব্যাংক কর্মচারীরা কিন্তু প্রতিদিন তাঁদের কর্মক্ষেত্রে হাজির থেকে নিরলস ভাবে তাঁদের কাজ করে চলেছেন। আবার, সাম্প্রতিক কালে আমাদের এই রাজ্যের ওপর দিয়ে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশেও এই ব্যাংক কর্মচারীদের অফিসার কনফেডারেশন এগিয়ে এসেছেন তাঁদের সাহায্যের ডালি নিয়ে। এরাই নিজেদের মধ্যে থেকে অর্থ সংগ্রহ করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন ১৫ লাখ টাকা, ঘটে যাওয়া সম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যের পাশে দাঁড়িয়ে ‘রি-বিল্ড বেঙ্গল’ এর লক্ষ্যে। এই প্রসঙ্গে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের (আইবক) এর রাজ্য সম্পাদক সঞ্জয় দাস জানাচ্ছিলেন, তাঁদের সংগঠন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ডিজাস্টার রিলিফ ফাণ্ডে এককালীন টাকা দান করেই তাঁদের কর্তব্য শেষ করেন নি, তাঁরা এই প্রকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ সেই সকল এলাকার সাধারণ প্রান্তিক মানুষদের পাশেও আছেন তাঁদের সাধ্যমত ত্রাণ সামগ্রী নিয়ে। আর ঠিক এই রকমই এক চিত্র ধরা পড়ল ৩১মে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়।

এদিন এই এলাকার আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্থ ও বিপর্যস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে ব্যাংক অফ বড়দা অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে একটি ত্রাণ শিবিরের আয়োজন করা হয়েছিল। গোসবার মন্মথনগর, বিপ্রদাসপুরের এই শিবিরে ১০০ টি পরিবারকে চাল, ডাল, আলু, চিনি, পানীয় জল, বিস্কুট, তেল, মশলা, সাবান তুলে দিলেন ব্যাংক অফ বড়দা অফিসার্স এসোসিয়েশনের কলকাতা আঞ্চলিক কমিটি উত্তর ২৪ পরগনার খড়দা এলাকার মনন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে। আইবকের (অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের) রাজ্য সম্পাদক সঞ্জয় দাস সহ  ব্যাংক অফ বড়দা অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি স্বপন কুমার সাহা,সহ এই সংগঠনের পক্ষে পৃথ্বীশ দত্ত, কিংশুক শাহ ও বিবেক দত্ত উপস্থিত ছিলেন।

Exit mobile version