Site icon Sambad Pratikhan

সুন্দরবনের দুর্গত এলাকায় নুসরত

Advertisements

সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা:  বসিরহাট লোকসভার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, হাড়োয়ায় বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি করলেন সাংসদ নুসরত জাহান। পাশাপাশি দুর্গত মানুষের সঙ্গে কথা বললেন পাশে থাকার আশ্বাস দিলেন। প্রধানমন্ত্রীর এক হাজার কোটি টাকা রাজ্যকে প্রথম পর্যায় দেওয়ায় তিনি বলেন কেন্দ্র-রাজ্য উভয় মিলে কাজ করুক এখন রাজনীতি করার সময় নয়। একদিকে যেমন করোনা মহামারী অন্যদিকে আম্ফান বিপর্যয়ের মধ্যে রয়েছে বাংলা মানুষ। এখন দল-মত নির্বিশেষে কাজ করে যেতে হবে।কে মন্ত্রী কে নেতা কে কাউন্সিলর বিধায়ক এখন দেখার সময় নয়। বাংলার এই বিপর্যয়ের মুখে মানুষের পাশে থাকতে হবে সঙ্গে কাজ করতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে এগিয়ে আসতে হবে। এদিন হাড়োয়া, মিনাখাঁ সহ সন্দেশখালির বিস্তীর্ণ অঞ্চলে গিয়ে মানুষের কথা শোনেন। তাদের অভাব অভিযোগ পাশাপাশি ত্রাণের ব্যবস্থা করেন। প্রথম পর্যায়ে আমাদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা ও শিশুদের খাবারের ব‍্যবস্থা করা  পাশাপাশি জলবাহিত রোগ থেকে মানুষকে সুস্থ স্বাভাবিক রাখাই মূল উদ্দেশ্য।

অন্যদিকে করোনা সচেতনতা বার্তা দেওয়া হয়। দুর্গত এলাকায় ত্রাণ শিবির গুলি তিনি পরিদর্শন করেন সঙ্গে ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সমীক রায় অধিকারী। সেখানে খাবারের ব্যবস্থা করেন দুর্গতদের সঙ্গে কথা বলেন ও তাদের দাবি দাওয়া নিজে শোনেন।

Exit mobile version