Site icon Sambad Pratikhan

খুদে ফুটবলারদের খাদ‍্যসামগ্রী বিতরণ করলো বসিরহাটের মোহনবাগান সমর্থকরা

Advertisements

সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা:  দেশজুড়ে শকডাউন, করোনার আবহে দেশের মানুষ গৃহবন্দি। দরিদ্র ও নিম্নমধ‍্যবিত্ত পরিবারগুলো দিন গুজরান করতে গিয়ে অসহায় অবস্থার সম্মুখীন হয়েছে। কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারের উদ‍্যোগে রেশন ব‍্যবস্থার মাধ্যমে মানুষের মুখে অন্নসংস্থান যেমন হয়েছে, কিছু মানুষের ব‍্যক্তিগত উদ‍্যোগেও ত্রাণের ব‍্যবস্থাও হয়েছে। কিন্তু এবার এক অন‍্য ভাবনার প্রদর্শন দেখা গেল বসিরহাটে। দেশের জাতীয় ক্লাব বা চলতি মরসুমের আই লিগ চ‍্যাম্পিয়ন দল মোহনবাগানের দেশ-বিদেশ জোড়া সমর্থকদের এক অংশ বসিরহাটের হৃদয়ে সবুজ মেরুনের সদস‍্যদের পক্ষ থেকে। তাদের পক্ষ থেকে কলকাতা মাঠের একসময়ের ফুটবলারদের সাপ্লাই লাইন বসিরহাটের বিভিন্ন প্রান্তের ফুটবল কোচিং ক‍্যাম্পের প্রায় দেড়শ দুঃস্থ জুনিয়র ফুটবলারদের হাতে সমর্থকদের সঞ্চিত অর্থে তুলে দিল খাদ‍্যসামগ্রীর প‍্যাকেট। যাতে ছিল আলু, ডাল, সয়াবিন, সাবান, বিভিন্ন প্রকার মশলা, সর্ষের তেল। এর ফলে এক অনন‍্য নিদর্শনের সাক্ষী থাকল বসিরহাটের ফুটবলপ্রেমীরা। যেসব ভবিষ্যতের ফুটবলারদের পেটে খিদে, কলকাতার মাঠ থেকে দেশের জাতীয় দলে খেলে বিশ্বের দরবারে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন, তাদের মুখে সামান্য অন্ন জুগিয়ে তাদের স্বপ্ন সার্থক করার পথে একধাপ এগিয়ে দিল বসিরহাটের হৃদয়ে সবুজ মেরুন।

Exit mobile version