Site icon Sambad Pratikhan

মালদার দুই পৌরসভায় কি প্রশাসক বসতে চলেছে

Advertisements

রুহুল আলম, মালদা: করোনার মধ্যেই চলতি মাসের ২৫ মে মালদহের দুই পুরসভা পুরাতন মালদহ এবং ইংলিশবাজার পুর বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। তার সাথেই  পৌর-প্রধান, উপ-পৌরপ্রধান সহ সমস্ত কাউন্সিলরের ক্ষমতা স্বাভাবিক নিয়মে আর থাকছে না। ফলে দুই পুরসভায় প্রশাসক বসা সম্ভাবনা প্রবল রয়েছে। যদিও এনিয়ে সরকারি কোনও নির্দেশিকা জারি না হলেও দুই শহরে প্রশাসক বসা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অভিজ্ঞ মহলের ধারণা নিয়ম অনুযায়ী পুর বোর্ডের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই পৌর-প্রধান, উপ-পৌরপ্রধান সহ সমস্ত কাউন্সিলররা তাদের নিজেদের ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। করোনা মহামারির কারণে পুর নির্বাচন বন্ধ। তবে মালদহের পুসভায় প্রশাসক বসবে না পুর বোর্ডের মেয়াদ বৃদ্ধি করা হবে সে নিয়ে জল্পনা চলছে। কেননা ইতিমধ্যে পুরসভায় বহু প্রকল্পের কাজ চলছে।  তার ওপর করোনা মহামারী চোখ রাঙ্গানি রয়েছে।

Exit mobile version