সীমান্তে প্রতিবন্ধীদের জীবাণু মুক্তকরণ, স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ

basirhat-3সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা: বসিরহাট মহকুমার বসিরহাট দক্ষিণ বিধানসভা এলাকার নিমদাঁড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের পাতিলাচন্দ্রে সুন্দরবন, সীমান্ত সহ মহকুমার হাজার খানেক প্রতিবন্ধী ভাই-বোনেদের স্বাস্থ্যপরীক্ষা, জীবাণু মুক্তকরণ, ঔষধ দেওয়ার পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ করলেন উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডল, নিমাদাঁড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহরাব মণ্ডল ও বসিরহাট দক্ষিণ বিধানসভার ফুটবলার বিধায়ক দীপেন্দু বিশ্বাসরা। টাকি রোডের ধারে প্রায় ১০০০ প্রতিবন্ধীকে চাল, ডাল, সর্ষের তেল, ছোলা ও মিছরি দেওয়া হয়। বিশেষ করে এখন রমজান মাস চলছে এই প্রতিবন্ধী ভাইবোনদের মধ্যে সংখ্যালঘুরাও আছে তাদের কথা মাথায় রেখেই এই ত্রাণসামগ্রী দেওয়া হল। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বসিরহাটের মানুষ।

এখানে স্বাস্থ্যকর্মীদের একটি প্রতিনিধিদল এসে তাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করান। পাশাপাশি যেহেতু করোনার আতঙ্ক চলছে এই সময় যদি জ্বর, সর্দি-কাশি হয় তার জন্য পর্যাপ্ত পরিমাণে ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি করোনা সচেতনতার বার্তা দেওয়া হয়; উদ‍্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় সামাজিক দূরত্ব বজায় রাখুন, শরীর খারাপ হলে সত্ত্বর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নিন। আমরা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করছি। সবমিলিয়ে করোনা যুদ্ধে যেভাবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও জনপ্রতিনিধিরা প্রথম সারিতে লড়াই করছে, তাতে এই যুদ্ধে জয় নিশ্চিত করতে হবে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading