Site icon Sambad Pratikhan

আবার করোণার থাবা কোন্নগরে

Advertisements

শুভদীপ দে, হুগলি:  উত্তর পাড়া থানার অন্তর্গত কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কানাইপুর নপাড়া গ্রামে সবজি বিক্রেতার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানালেন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব। তিনি বলেন কানাইপুর আদর্শনগর গ্রামে আগেই দুজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। এবার আবার কোন্নগর রেল বাজারের সবজি বিক্রেতার করোনা রিপোর্ট পজিটিভ আসায় কানাইপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিনজন। এলাকায় স্যানিটাইজ করার কাজ চলছে বলে জানান আচ্ছেলাল যাদব। প্রধান বলেন সবজি বিক্রেতা নয়াপাড়া গ্রামের বাসিন্দা গত ৩০ এপ্রিল থেকে জ্বর ও কাশি নিয়ে শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতাল ভর্তি হয়। তারপরের দিন লালা রস নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল রাতে সবজি বিক্রেতার সেই পরীক্ষা রিপোর্ট আসে, তাতে জানা যায় সবজি বিক্রেতার মধ্যে করোনা বাসা বেধেছে। শনিবার রাতেই পুলিশ মারফত এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের উদ্যোগে সোমবার সকাল থেকেই ও দমকলের সাহায্যে নপাড়া এলাকা সানিটাইজ করা হয়। প্রধান জানান পুরো কানাইপুর এলাকা সানিটাইজ করা হবে। পঞ্চায়েত প্রধান বলেন দমকল বাহিনী এবং স্বাস্থ্যকর্মীরা যৌথভাবে কোন্নগর রেলওয়ে বাজার, কানাইপুর স্বাস্থ্য কেন্দ্র, কানাইপুর পঞ্চায়েত, এবং নপাড়া গ্রাম স্যানিটাইজ করা হবে। পঞ্চায়েত প্রধান জানান অযথা আতঙ্কিত হবেন না। লকডাউন মেনে চলুন। কানাইপুর পঞ্চায়েত মানুষের পাশে আছে।

Exit mobile version