Site icon Sambad Pratikhan

লকডাউনে গাড়ি ভর্তি বিলিতি মদ আটক

Advertisements

প্রবীর বোস, হুগলি: ব্যান্ডেলে পাচার হওয়ার সময় গাড়ি ভর্তি বিলিতি মদ আটক করল রেল পুলিশ। বুধবার রাতে ব্যান্ডেল স্টেশনের সামনে একটি পিকআপ ভ্যান আটক করে আরপিএফ। গাড়ির ভিতরে পঞ্চাশ পেটি মদ উদ্ধার হয়। গ্রেফতার হয় দুই জন। জানা গেছে ব্যান্ডেলের একটি মদের দোকান থেকে রাতের অন্ধকারে পাচার হচ্ছিল ওই মদ। ব্যান্ডেল আরপিএফ স্টেশনের সামনে গাড়িটিকে আটক করে।

Exit mobile version