Site icon Sambad Pratikhan

রিষড়ার জনগণকে আতঙ্কিত না হবার আবেদন রিষড়া পৌর প্রধান বিজয় সাগর মিশ্র’র

Advertisements

নিজস্ব সংবাদদাতা, হুগলী: রিষড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের এক বাসিন্দার করোনা ধরা পড়ার খবরে স্বভাবতই এই পৌরসভার সকল বাসিন্দাদের মধ্যে কিছুটা হলেও আতঙ্কের সৃষ্টি হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে সংবাদ প্রতিখনকে দেওয়া এক সাক্ষাত্‍কারে রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র জানান ১ নং ওয়ার্ডের আক্রান্ত ওই মহিলা আক্রান্ত হয়েছেন তাঁর বাবার বাড়িতে গিয়ে, যা পেয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের বাদামতলায় অবস্থিত। তবুও তাঁরা আজ এই পৌরসভার ১ নং ওয়ার্ডকে পুরো স্যানিটাইজেশন করেন।

পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র আরও জানান ওই মহিলার রিষড়ার বাড়ির সকলকে শ্রীরামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে উপযুক্ত পরীক্ষার জন্য এবং জানার জন্য ওই পরিবারের অন্য কোন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন কিনা। তিনি সকল পৌরবাসীর কাছে আবেদন রাখেন রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী লক ডাউন সঠিক ভাবে মেনে করোনা রুখতে তাঁদের এই লড়াইকে আরও সুদৃঢ় করতে।

 

 

Exit mobile version