রেশন ডিলারের বিরুদ্ধে রেশনের সামগ্রী চুরি করে বিক্রি করার অভিযোগ

IMG-20200416-WA0228রুহুল আলম, মালদা: লকডাউনের জন্য সারা রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত ২ এপ্রিল থেকে বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু হয়েছে। ঠিক সেই মুহূর্তেই দ্বিতীয় দফার লকডাউনের প্রথম দিন বুধবার রেশন ডিলারের বিরুদ্ধে রেশনের সামগ্রী চুরি করে বিক্রি করার অভিযোগ উঠল মালদার পুরাতন মালদা ব্লকের যাত্রা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে, বুধবার গভীর রাতে ওই রেশন ডিলার একটি বোলেরো গাড়ি করে চালক এর মাধ্যমে সেই রেশন সামগ্রী পাচার করছিল। রাতের অন্ধকারে গ্রামবাসীরা ওই গাড়িটিকে ধাওয়া করলে, হাতেনাতে ধরা পড়ে চালকসহ গাড়ি। উদ্ধার হয় বেশ কয়েক বস্তা চাল, আটা সহ রেশনের সামগ্রী। ঘটনায় বোলেরো সহ চালককে আটক করে গ্রামবাসী। এ নিয়ে তুমুল হইচই শুরু হয় ওই এলাকায়। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে, বোলেরো সহ পাচার হয়ে যাওয়া রেশন সামগ্রী বাজেয়াপ্ত করে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, বোলেরো চালক পাচারের কথা স্বীকার করেছে। এলাকায় রেশন ডিলার নবীজান আলীর রেশন গোডাউন থেকে ওই রেশন সামগ্রী বোলেরো গাড়িতে লোড হয়। গাড়িটি সেখান থেকে রানীগঞ্জের দিকে যাচ্ছিল। রাতের অন্ধকারে গাড়ির গতিবিধি দেখে তারা গাড়িটিকে সন্দেহজনক ভাবে ধাওয়া করে তারাপুর থেকে গাড়িটি আটক করে। তাদের অভিযোগ, লকডাউন পরিস্থিতিতে গ্রাহকদের ঠিকঠাক নিয়মিত রেশন না দিয়ে রাতের অন্ধকারে রেশন সামগ্রী পাচার করা হচ্ছে। এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য আরিফ আলী বলেন, রেশন ডিলার রাতের অন্ধকারে চাল আটা পাচার করছিল। গ্রামবাসীরা তারাপুর থেকে গাড়িটি আটক করলে বস্তা বস্তা রেশন সামগ্রী উদ্ধার হয়। বিষয়টি এখন পুলিশ দেখছে। মালদা থানার পুলিশ জানায়, আমরা বোলেরো সহ রেশন সামগ্রী বাজেয়াপ্ত করেছি। এর আগেও এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

advt-for-webadvt-2advt-31efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv23b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv28032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_209828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv2

%d bloggers like this: