এবার ড্রোন ব্যবহার করবে রিষড়া পৌরসভা

12345নিজস্ব সংবাদদাতা, হুগলি: রিষড়া পৌরসভা এলাকাকে করোনা মুক্ত করতে রিষড়া পৌরসভা বদ্ধপরিকর। আজ সংবাদ প্রতিখনকে দেওয়া এক একান্ত সাক্ষাত্‍কারে রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র জানান, করোনার ভয়াবহতা থেকে রিষড়া পৌরসভা এলকাকে মুক্ত রাখতে তাঁরা পৌরসভার পক্ষ থেকে সকল রকম ব্যবস্থা গ্রহণ করছেন। তিনি জানান রিষড়া থানার সঙ্গে যৌথ উদ্যোগে রিষড়া পৌরসভা এলাকায় লক ডাউন মানাতে ড্রোনের সাহায্যে নজরদারী করা হবে রিষড়া পৌরসভা জুড়ে। এছাড়াও তিনি বলেন রিষড়া পৌরসভা এলাকায় সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার, ডেটল, বা এই ধরনের জীবানুনাশক সহজলভ্য করা হবে, এবং সমগ্র পৌরসভা এলাকায় সঠিক ভাবে সোডিয়াম হাইড্রোক্লোরাইড স্প্রে করে সকল এলাকাকে জীবাণুমুক্ত করে রিষড়াকে করোনা মুক্ত অঞ্চল হিসাবে গড়ে তলায় তাঁদের এখন একমাত্র লক্ষ। তিনি আরও জানান, যে সকল মানুষ লক ডাউন মানছেন  তাদের কোনও ভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি সকল রিষড়াবাসীকে আহ্বান জানান নিজেদের ঘরে থেকে লক ডাউন মেনে করোনা ভাইরাসের বিরুদ্ধে তাঁদের এই যুদ্ধে সহায়তা করার। যদিও এখনও পর্যন্ত রিষড়ার বেশ কিছু এলাকার জনগণ লক ডাউনকে ভাবছেন নিছকই একটা সাধারণ ব্যাপার। বিশেষ করে এখনও রিষড়ার দুই পাড়ের বেশ কিছু অঞ্চলে রীতিমত আড্ডা জমতে দেখা যাচ্ছে সামাজিক দূরত্ব না মেনেই। এখন প্রশ্ন গোটা রিষড়াকে ইতিমধ্যেই মুড়ে ফেলা আছে ক্লোজ সার্কিট ক্যামেরায়, তাও কী করে এই রকম আড্ডা জমছে এবং এখনও বেশ কিছু মানুষ কারণে অকারণে বেরিয়ে পড়ছেন বাড়ি থেকে লক ডাউনকে সম্পুর্ন বুড়ো আঙুল দেখিয়ে। বিশেষ করে লক্ষ করা যাচ্ছে বেশ কিছু মহিলাদের যাঁরা মাস্ক ছাড়াই বহাল তবিহতে লক ডাউনের সময় দিব্যি প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমত রোজ সন্ধ্যায় এক পাড়া থেকে অন্য পাড়ায় আড্ডা মারতে চলেছেন। এর সঙ্গে সঙ্গে রিষড়া শহরের অধিকাংশ ওষুধের দোকানেই ডেটল বা এই জাতীয় কোন জীবাণুনাশক, স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি পাওয়া যাচ্ছে না।

advt-for-web

advt-2

advt-3

1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

3b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv2

92a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading