Site icon Sambad Pratikhan

মানবিক সৌরভ প্রান্তিক মানুষদের পাশে

Advertisements

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: এই মূহুর্তে সারা দেশ ও সারা বিশ্ব যখন করোনা আতঙ্কে রাত কাটাচ্ছে ও সাধারণের মনে সর্বদাই একটাই সংশয় কবে এই মারণ ভাইরাসের হাত থেকে আমরা মুক্তি পাবো? এরইই মধ্যে চলছে করোনা প্রতিরোধে লক ডাউন। লক ডাউনে সবথেকে অসহায় অবস্থা যাঁদের সেই গরীব-প্রান্তিক মানুষদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে এগিয়ে এসেছে নানা সংস্থা সহ সরকারী ও বেসরকারি সহ বেশ কিছু ধর্মীয় সংগঠন। পিছিয়ে নেই দেশের নানান ক্ষেত্রের সেলিব্রেট্রিরাও। এমনি একটি সংগঠন ইসকন।

ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি মহারাজ সৌরভ গাঙ্গুলী আজ ইসকনের কলকাতার কেন্দ্রে হাজির হয়ে প্রতিদিন প্রায় ১০ হাজার প্রান্তিক মানুষদের হাতে চাল, ডাল, আলু, চিনি, তেল, সাবান তুলে দেবার অঙ্গীকার করেন ও ইসকনের রাধারমন দাস মহারাজের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই সকল খাদ্য সামগ্রী তুলে দেন। এদিন সৌরভ জানান এইসময়ে মানুষের পাশে সকল ভেদাভেদ ভুলে পাশে থাকা একান্ত জরুরী। উল্লেক্ষ্য এর আগে সৌরভ বেলুড় মঠে গিয়ে রামকৃষ্ণ মিশনের মহারাজদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে সাধারণের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন। আবারও আর একবার মানবিক সৌরভজে দেখল কলকাতা।

Exit mobile version