অনিমেষ মল্লিক, হুগলী: লক ডাউন চলাকালীন স্থানীয় এলাকার বয়স্ক মানুষদের পাশে হুগলি জেলার রিষড়া সিপিআইএম এরিয়া কমিটি, রিষড়া আর জি ১নং শাখা। কারোর কারোর বাড়িতে আছেন শুধু মাত্র বয়স্ক বাবা মা ছেলে মেয়েরাও বাইরে থাকেন, এই অবস্থাতে ফিরতে পারেন নি বাড়িতে, চিন্তা করার দরকার নেই তাদের সমস্ত রকম সহযোগিতা করছে এই কমিটি। বাড়ির রেশন থেকে শুরু করে বাজার দোকান এমনকি প্রয়োজনীয় ওষুধও পৌঁছে দিচ্ছে তারা। এমনকি যে সমস্ত মানুষ বাইরে থেকে এসেছেন বা হোম কেয়ারেন্টিনে আছেন তাদেরও পাশে আছেন তাঁদের সংগঠন। তাদেরও নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ওষুধ সমস্ত কিছু তারা পৌঁছে দিচ্ছে যথা সময়ে। তাদের বক্তব্য বর্তমান সময়টা রাজনীতি করার না সময়টা সর্ব ধর্ম নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর।