অভিজিত্ দাস, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল ছাত্র পরিষদ কার্যকারী সভাপতি ইমরান খান ও রাজা খানের নেতৃত্বে দুর্গাপুরের সমস্ত ছাত্র ছাত্রীদের যাঁরা আর্থিক অভাবের কারনে চাল,ডাল,তেল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সক্ষম হচ্ছেন না তাঁদের বাড়িতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তাদের হাতে তুলে দেওয়া হল। এ বিষয়ে দুর্গাপুর ২ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অজয় দেবনাথ বলেন, আমাদের যারা ফোন করেছে তাদের সকলের কাছে কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তাদের হাতে তুলে দিলাম ও আগামী লক ডাউনের দিনগুলোতেও তাঁর এই ভাবে সেবা প্রদান করবো।