নিজস্ব সংবাদদাতা: আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যাদের নিজেদের ধ্যান-জ্ঞান সকল কিছুই সাধারণের জন্য সদা নিবেদিত। এমনি একজন মানুষ কলকাতা কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলার গৌতম হালদার। যাঁর স্বপ্ন আজ বাস্তবে পর্যবসিত। আলোয় ফেরা এমন এক সংস্থা যেটি সামাজিকতার অনন্য নিদর্শনকে বাস্তবে পরিগণিত করতে যিনি বদ্ধ পরিকর তাঁরই অর্থাত্ সেই গৌতম হালদারের স্বার্থক প্রয়াস। আলোয় ফেরার আয়োজনে আজ থেকে ৯ বছর আগে গৌতম হালদারের হাত ধরে গণবিবাহ নামক যে শিশু গাছটির জন্ম হয়েছিল, আজ তা সুবিশাল বটবৃক্ষে রূপান্তরিত হয়েছে। আলোয় ফেরা আগামী ভালোবাসার দিনে অর্থাত্ ১৪ ফেব্রুয়ারী আবারও অনুষ্ঠিত করতে চলেছে বিভিন্ন প্রান্তের মোট ১৭০ জোড়া হাতকে এক করার শুভ অনুষ্ঠান।
আর এই বিষয়ে বিস্তারিত জানতে গৌতম হালদারের নেতৃত্বে আলোয় ফেরা ১১ ফেব্রুয়ারী কলকাতা প্রেস ক্লাবে আয়োজন করেছিল এক সাংবাদিক সম্মেলনের। সম্মেলনে গৌতম বাবু সহ উপস্থিত সকল ধর্মের প্রধানগণ এই সুবিশাল গণ-বিবাহের স্বার্থকতা ও আলোয় ফেরা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। এদিন এই গণবিবাহের থিম সং টিও অনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয় এই সম্মেলনে।