নিজস্ব সংবাদদাতা: সমাজে যাঁরা চিরকাল অন্যের করুণার পাত্র হিসাবে বিবেচিত হয়ে এসেছে, আমাদের সমাজের সেই সকল প্রান্তিক মানুষগুলিকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসতে সদা কাজ করে চলেছেন আমাদের এই ব্যস্ততম সমাজের কিছু মানুষ, যাঁরা সমাজের প্রান্তিক মানুষগুলির উন্নতিতে সদা সচেষ্ট। কিছু মানুষ আবার সমষ্টিগতভাবে নীরবে কাজ করে চলেছেন প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামান্তরে। এমনই এক বেসরকারি অলাভজনক সংগঠন মানভূম আনন্দ আশ্রম নিত্যানন্দা ট্রাস্ট, যাঁরা এই রাজ্যের জঙ্গলমহলের অন্যতম প্রান্তিক স্থান পুরুলিয়ার প্রত্যন্ত প্রান্তে সেখানকার জনগণের উন্নতিতে কাজ করছেন। তাদের হাত ধরেই পুরুলিয়ার এই প্রান্তে চলছে কমিউনিটি রেডিও নিত্যানন্দা জনবাণী ৯১.২ এফ.এমের সম্প্রচারণ, যার সহযোগিতায় ইউনিসেফ। সম্প্রতি কলকাতার এক অভিজাত হোটেলের সভাকক্ষে এই কমিউনিটি রেডিও’র সাফল্যকে তুলে ধরতে ইউনিসেফের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক সাংবাদিক সম্মেলনের।
পুরুলিয়ার আদিবাসী জীবনের উন্নতিতে এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ও আদিবাসী মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে ও তাদের প্রভূত উন্নতিতে ইউনিসেফের আন্তরিক সহযোগিতায় বিগত কয়েক বছর ধরে কাজ করে স্বার্থকতার সঙ্গে পা ফেলে এগিয়ে চলেছে নিত্যানন্দা জনবাণী কমিনিউটি রেডিও।
এদিনের সম্মেলনে উপস্থিত থেকে এই রেডিওর অন্যতম প্রধান রেডিও জকি আদিবাসী মহিলা স্নেহলতা হেম্বরম তাঁর নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন, তিনি জানলেন কিভাবে এই রেডিওর মাধ্যমে আজ তাঁর এলাকা সহ আশেপাশের মহিলারা আজ ক্রমেই শিক্ষিত ও উপকৃত হচ্ছে। এদিন উত্তরপ্রদেশ, রাজস্থানের কমিউনিটি রেডিওর প্রতিনিধিরও এক আলোচনাচক্রে অংশ নেন।