নিজস্ব সংবাদদাতা, কলকাতা: শহরে অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল কুইন সিজন-২ এর অডিশন সম্প্রতি কলকাতার এক অভিজাত ক্লাবে। এই অডিশনে কলকাতা, শিলিগুড়ি, গৌহাটি থেকে প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। তাঁদের এই প্রতিযোগিতা সম্পর্কে বেঙ্গল কুইন এর ডিরেক্টর মৈনাক ব্যানার্জী জানালেন, তাঁদের এই প্রতিযোগিতা নিছকই কোনও সৌন্দর্য্য প্রতিযোগিতা নয়, তার থেকেও আরও অনেক বেশি কিছু। তিনি বলেন আমরা এই প্রতিযোগিতায় কখনোই মনে করি না প্রতিভা বিক্রয়যোগ্য একটি বস্তু, তাই আমরা আমাদের প্রতিযোগিতায় বিচারপর্বে এমন কিছু রাউন্ড এনেছি যার মধ্য দিয়ে প্রকৃত ও সেরাকে বিচার করা সহজতর হয়।
তিনি আরও জানান তাঁদের এই বেঙ্গল কুইনের প্রথম পর্বের অডিশনের পর তাঁর প্রভূত সাড়া পান এবং যার ফলস্বরূপ অডিশনের সিজন ২ এর ব্যবস্থা করা। তিনি জানান বেঙ্গল কুইনের মূল পর্ব অর্থাত্ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ভারতের সাংস্কৃতিক রাজধানী তিলোত্তমা কলকাতায়।