নকল সুগন্ধি তেলের কারখানা থেকে গ্রেপ্তার কয়েক জন

53700e38-715a-424e-94a3-c5d172fd74f8.jpgপ্রবীর বসু : হুগলি জেলার উত্তরপাড়া থানা ও সিঙ্গুর থানার পর বড়সড় সাফল্য পেল আমডাঙা থানার পুলিশ। ভেজাল সুগন্ধী তেলের কারখানা থেকে বেশ কয়েক জনকে গ্রেপ্তার করল পুলিশ।  উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের তরফে জানানো হয়েছে আমডাঙ্গা এলাকায় কয়েক মাস ধরে ভেজাল সুগন্ধি তেলের কারবার চলছিল বলে খবর। আমডাঙ্গার সাধনপুর পঞ্চায়েতের খেরো গ্রামে ভেজাল সুগন্ধী কারখানায় হটাৎ হানা দেয় পুলিশ এবং ডি ই বি। সেখান থেকে কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং একটি লরি বোঝাই ভেজাল সুগন্ধি তেল বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, এই সুগন্ধি তেলের খালি বোতল গুলি বিভিন্ন কালোয়ার পট্টি থেকে এনে সেই বোতলের মধ্যে রঙের সঙ্গে কেমিক্যাল ব্যবহার করে তৈরী করা হত এই সুগন্ধি তেলের। স্থানীয়দের অভিযোগ কারখানাটির মালিক এলাকার তৃণমূল নেতা এক নেতা যার নাম খবির খাঁ, এবিষয়ে বিজেপির নেতা জয়দেব মান্না বলেন এরকম আরো ভুয়ো ব্যবসা আছে খবিরের নামে। জেলার বেশকিছু তৃণমূলের নেতা ও কর্মী জানান, খবির যদি এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত থাকে তাহলে পুলিশ পুলিশের কাজ করবেন। আইন আইনের পথে চলবে।

 

This slideshow requires JavaScript.

This slideshow requires JavaScript.

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading