Site icon Sambad Pratikhan

নাচে, গানে ও ছন্দে মাতলো ত্রিগুণা সেন মঞ্চ

Advertisements

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি কলকাতার ডঃ ত্রিগুণা সেন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ‘নব অরুণোদয়’ আয়োজিত এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা। এদিনের সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন প্রবাদপ্রতিম সংগীতশিল্পী নূপুরছন্দা ঘোষ। দুই বাংলাতেই জনপ্রিয় এই শিল্পীর গৌরবময় উপস্থিতি অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলো একথা সহজেই বলা যায়। নব অরুণোদয়ের এই সুরেলা সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা সেনগুপ্ত, কৃষ্ণ সাহা, চন্দ্রিকা সাহা, ঊমা গাঙ্গুলী, সানভি সিনহা, রিষিকা প্রিতম, অদ্য হুস্কে, আদ্রিকা প্রসাদ, অবন্তিকা প্রসাদ, দেবলীনা চন্দ্র, দেবলীনা ধর, অঞ্জনা ধর, অগ্র দাস, অর্হন ভট্টাচার্য্য, রঞ্জিতা সাহা, নিবেদিতা মণ্ডল, আলো মিত্র, শালীন মিত্র, তোষান বসু, আদ্রিতা সরকার ও বিউটি চৌধুরী।

শুধুমাত্র সুরের মায়াজলে দর্শকদের মুগ্ধ করে রাখা নয় নব অরুণোদয়ের এদিনের সন্ধ্যায়দর্শকদের বাড়তি পাওনা ছিল বিনোদ কুমার দাস, সাগরীকা সরকার, রিমিতা পাল, শ্রীপর্ণা বসু এবং মধুমিতা ঘোষের নয়নাভিরাম নৃত্য। কথায় ও কবিতায় ছিলেন সাম্য কার্ফা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রণজয় কুণ্ডু। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সুপ্রিয় মৈত্র। শিল্পী সুপ্রিয় মৈত্রের একক সঙ্গীত পরিপূর্ণ প্রেক্ষাগৃহের সকল দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দেয়।

Exit mobile version