Site icon Sambad Pratikhan

বুলবুলের দাপটে বিপর্যস্ত রিষড়ার জগদ্ধাত্রী উত্‍সব

Advertisements

অমিত চক্রবর্তী, রিষড়া হুগলি: প্রকৃতির বিরুপ মনোভাব সারা বছর ধরে এই কোটি দিনের দিকে তাকিয়ে থাকা সমগ্র রিষড়াবাসী আজ নিজেদের বড়ই অসহায় বোধ করছেন, তার সঙ্গে সবথেকে বেশি অসুবিধায় পড়েছেন নানা স্থান থেকে রিষড়ায় এখনকার বিখ্যাত জগদ্ধাত্রী পূজা উপলক্ষে ব্যবসা করতে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা, লক্ষাধিক টাকার ব্যবসা এই কারণে মার খেলো বলে সংবাদে প্রকাশ। আসলে হেমন্তের এই সময়ে হুগলী জেলার রিষড়া শহরে ধুমধাম সহকারে পূজিত হন মা জগদ্ধাত্রী। যে জগদ্ধাত্রী পূজার জন্য রিষড়া আজ নিজেদের স্থান করে নিয়েছে এই জেলারই চন্দননগরের পরেই। রিষড়ার জগদ্ধাত্রী উত্‍সব সবথেকে সেরা উত্‍সব। সারা বছর ধরে রিষড়ার আপামর জনসাধারন অপেক্ষা করে থাকেন এই কটি দিনের জন্য। চলে নানা প্রস্তুতি। এই বছরও তার কোন ব্যতিক্রম লক্ষ্য করা যায় নি, বরং দ্বিগুন উত্‍সাহে রিষড়ার পূজা কমিটিগুলি ব্রতী হয়েছিলেন জগদ্ধাত্রী মায়ের আরাধনায়। উত্‍সবের দুটো দিন ছাড় দিলে কী হবে তৃতীয় দিনের বিকাল থেকেই প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে শ্মশানের রূপ নিয়েছে এখনকার জগদ্ধাত্রী উত্‍সব। আলোর রোশনাই, সানাই এর তানের বদলে মন্ডপগুলি ভাসছে জলে।

বুলবুলের প্রভাবে শুরু হয়েছে মুষলধারে বা ঝিরঝিরে বৃষ্টি, আর এর কারণেই রিষড়ার নানাস্থানে জমে গেছে জল, এবং যার ফলে জলমগ্ন মা জগদ্ধাত্রী তার মন্ডপে। রিষড়ার সকল পূজা কমিটিগুলি এই দুর্যোগের ফলে প্রশাসনের কাছে আবেদন রেখেছেন এখনকার নিরঞ্জনের দিন একটি দিন পিছিয়ে দেওয়ার জন্য।

রিষড়ার নানা ফেসবুক পেজ থেকে এই বিষয়ে প্রশাসনের কাছে আবেদন রাখা হয়েছে। যদিও এখনো অবধি যা খবর তাতে এই বিষয়ে কোনরকম আশার আলো দেখা যাচ্ছে না। অন্যদিকে আরও একটি বিষয় সকলের মনে উঁকি দিচ্ছে প্রাকৃতিক এই দুর্যোগ কবে কাটবে।?

 

Exit mobile version