বুলবুলের প্রভাবে শুরু হয়েছে মুষলধারে বা ঝিরঝিরে বৃষ্টি, আর এর কারণেই রিষড়ার নানাস্থানে জমে গেছে জল, এবং যার ফলে জলমগ্ন মা জগদ্ধাত্রী তার মন্ডপে। রিষড়ার সকল পূজা কমিটিগুলি এই দুর্যোগের ফলে প্রশাসনের কাছে আবেদন রেখেছেন এখনকার নিরঞ্জনের দিন একটি দিন পিছিয়ে দেওয়ার জন্য।
রিষড়ার নানা ফেসবুক পেজ থেকে এই বিষয়ে প্রশাসনের কাছে আবেদন রাখা হয়েছে। যদিও এখনো অবধি যা খবর তাতে এই বিষয়ে কোনরকম আশার আলো দেখা যাচ্ছে না। অন্যদিকে আরও একটি বিষয় সকলের মনে উঁকি দিচ্ছে প্রাকৃতিক এই দুর্যোগ কবে কাটবে।?