উত্‍সবের আঙিনায় সামাজিকতার নিদর্শন

123নিজস্ব সংবাদদাতা: পুজোর অর্থ শুধুমাত্র উত্‍সবের আনন্দে গা ভাসানো নয়। পুজোর সংগে সামাজিকতা শব্দটি অঙ্গাঙ্গীভাবে জড়িত,আর এই কথাটি শুধুমাত্র অভিধানে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে বদ্ধ পরিকর হুগলি জেলার শিল্পাঞ্চল রিষড়ার তেঁতুলতলার অন্যতম সংগঠন রবীন্দ্র সংঘ। সময়টা রিষড়ায় জগদ্ধাত্রী মায়ের আরাধনার। আর অসামান্য এক শিল্পকর্মের সাক্ষী হয়েছেন আপামর জনসাধারন এই রবীন্দ্র সংঘের  জগদ্ধাত্রী আরাধনায়। এই সংঘের সকল সদস্যরা সারা বছর ধরেই নানা রকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন। এই বত্‍সরও এই সংঘ তাদের পুজো পরিচালনার সঙ্গে সঙ্গে ব্রতী হয়েছেন নানান সামাজিক কাজে। যার নিদর্শন স্বরূপ ৮ নভেম্বর, ২০১৯ রবীন্দ্র সংঘ আয়োজন করেছিল স্বেচ্ছা রক্তদান শিবিরের। এদিনের এই শিবিরে ৫ জন মহিলা স্বেচ্ছা রক্তদাতা সমেত মোট ৩৭ জন রক্তদান করেন।

advt

রবীন্দ্র সংঘের এদিনের রক্তদান শিবিরকে উত্‍সাহ দিতে উপস্থিত ছিলেন রিষড়া পুরসভার পুর-প্রধান বিজয় সাগর মিশ্র ও এই পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পুর-পিতা কৌশিক মুখার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদাতাদের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেন রিষড়া পুরসভার পুর-প্রধান বিজয় সাগর মিশ্র।

(নিজস্ব চিত্র) 3b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv2

chetana.jpg

1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

8032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_2

9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45~mv2.jpg

rishav-new-2-for-web.jpg

 

%d bloggers like this: