ধানের জমিতে বাজ পড়ে ফসল নষ্ট

Untitledrrrrr.jpgত্রিপুরা থেকে শিবজ্যোতি মল্লিক: বাজ পড়ে প্রায় এক বিঘার মত ধানের জমি নষ্ট হয়ে গেল সালেমা থানার অধীন পূর্ব ডলুছড়া গ্রামের কৃষক পরেন দেববর্মার। ক্ষেতের বেশিরভাগ অংশের ধানের চারাগুলো ডগা সমেত ঝলসে গেছে বজ্রপাতে। বজ্রপাতে এমন ঘটনা এই অঞ্চলে আগে ঘটেনি। বহু বছর ধরেই পরেন দেববর্মা এই এলাকায় কৃষি কাজ করে আসছেন। এমন ঘটনা আর ঘটেনি এই কৃষকের সাথে। ঘটনার খবর পেয়ে অকুস্থল পরিদর্শন করেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের সালেমা দপ্তর থেকে কৃষি বিজ্ঞানীরা। পরিদর্শন করে পরেন দেববর্মাকে সরকারি সাহায্যের আশ্বাস দেন তারা। এক সাক্ষাৎকারে কৃষক পরেন দেববর্মা বলেন প্রায় ১৮ বছর আগে এইরকম এক ঘটনায় অন্য এক কৃষকের জমিতে বাজ পড়ে। তিনি আশাবাদী রাজ্যের কৃষি দপ্তর ওনাকে সাহায্য করবেন। জানা যায় প্রায় ১২ থেকে ১৫হাজার টাকার ক্ষতি হয়েছে এই কৃষকের। এখন সরকারি সাহায্যের দিকে তাকিয়ে আছে হতদরিদ্র কৃষক পরেন দেববর্মা।

0d21b-9a4f02_2e8f603055494c9a9c101bc7308762c1mv2

09828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv2

294a8-9a4f02_f45cceadc93a463d8fc254485d0b8a25mv2

3b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv2

%d bloggers like this: