সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ আমাদের দেশে স্বাধীনতার পর সবথেকে বড় কলঙ্কময় বিষপী হোল চিটফান্ড কেলেঙ্কারী। সেই ২০১২ থেকে এই রাজ্য সহ সারা ভারতে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করেছে দেশের চিটফান্ড কোম্পানীগুলি। এর বিরুদ্ধে হাজার প্রতিশ্রুতি দেওয়া স্বত্তেও রাজ্য বা কেন্দ্রীয় সরকার কোনও ব্যবস্থায় গ্রহণ করেন নি। তারা শুধুমাত্র প্রতিশ্রুতির বন্যা বইয়েছেন। শুধুমাত্র নির্বাচনের প্রাক্কালে সি.বি.আই কে তত্পর হতে দেখা যায়। এর প্রতিবাদে আগামী ২৬ জুন কলকাতার রাণী রাসমণি রোডে অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাশোসিয়েশন এক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বলে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান সংগঠনের পক্ষে সংগঠনের রাজ্য সভাপতি রুপম চৌধুরী।
তাঁরা ওইদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে এই বিষয়ে ডেপুটেশনও দেবেন বলে এদিনের সম্মেলনে জানান। (ছবি- সঞ্জয় মুখোপাধ্যায়)
https://videopress.com/v/k4ZW5siG?at=1&loop=1&autoPlay=1