আবারও মানবিক গৌতম হালদার

goutam_haldarনিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মানবিক কলকাতার ঐতিহ্য বজায় রাখলো কলকাতা। সম্প্রতি ফেসবুকের একটি পোস্ট নাড়া দেয় সকলকে। বর্ধমান জেলার মেমারী ২ নং ব্লকের অন্তর্গত সাতগেছিয়া ১ নং পঞ্চায়েতের বাসিন্দা সুদীপ দে’র ৯ বছর বয়সী পুত্র অনুভব আক্রান্ত দুরারোগ্য “মোয়া মোয়া” রোগে। এই রোগের কারণে সে সম্পুর্ন দৃষ্টি শক্তি হারিয়েছে, মাথায় রক্ত প্রবাহ কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যাওয়ার ফলে  এক অদ্ভুত অস্বাভাবিকতা দেখা যায়  ছোট্ট অনুভব স্থির থাকতে পারে না। পুনরায় স্বাভাবিক হতে বেশ সময় লাগে । ঠিক এই ভাবে ছোট অনুভব ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তার চিকিত্‍সার জন্য মাথার যে অপারেশন করা প্রয়োজন তার প্রথম পর্যায় সুদীপ বাবু তাঁর গ্রামের লোকেদের সহায়তায় করতে সক্ষম হলেও দ্বিতীয় বারের অপারেশন করতে যে পরিমাণ অর্থের্ প্রয়োজন তা ওই দরিদ্র সুদীপ বাবুর পক্ষে যোগাড় করা সম্ভবপর নয়, তাই তিনি সামাজিকও মাধ্যমে তাঁর ছেলের অসুখের কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

তাঁর আবেদন দেখে আমাদের প্রতিনিধি সঞ্জয় মুখোপাধ্যায় তাঁকে উত্তর কলকাতার অন্যতম মানবিক মুখ তথা সকলের কাছের মানুষ, যিনি সকলের বিপদে পাশে থাকতে সদা তত্‍পর কলকাতা কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের পুর-প্রতিনিধি গৌতম হালদার এর কাছে পাঠান সুদীপ বাবুকে। সব দেখে গৌতম হালদার তাঁদের সামাজিক প্রতিষ্ঠান আলোয় ফেরার পক্ষ থেকে অসুস্থ অনুভবের বাবার হাতে ১০০০০ টাকার একটি চেক তুলে দিলেন, যা এককথায় অনন্য। উল্লেক্ষ্য গৌতম বাবুর এলাকার মানুষ না হলেও গৌতম বাবু কিন্তু কোনও রকম কার্পণ্য করেন নি তাঁর সাধ্যমত এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে।(নিজস্ব চিত্র)

Kristy banner 12X18 for web

design-2

k-advt-web

GNC-Advt-6x4-for-web

Kristy_photo-class-advt-for-web

ADVT

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading