পশ্চিম মেদিনীপুরে পালিত আন্তর্জাতিক নারী দিবস

qwer345435tre.jpgঅভিষেক চক্রবর্তী, মেদিনীপুরঃ  সারা দেশের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষ্যে পশ্চিম মেদিনীপুর শহর মহিলা তূনমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল করা হয়। মিছিলটি সারা শহর পরিক্রমা করে গান্ধী মুত্তির পাদদেশে শেষ হয়। এই মিছিলে পা মেলান মহিলা নেত্রী মৌ রায়, তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি, জেলা যুব তৃণমূল সভাপতি রমাপ্রসাদ গিরি সহ আন্যান্য নেতৃবৃন্দ। শতাধিক মহিলা কর্মী সমর্থক এই মিছিল যোগদান করেন‌। (ছবি অভিষেক চক্রবর্তী)  gorumara

advt-vromonolife

%d bloggers like this: