নন্দনলোকে প্রতীক চৌধুরী

image-02.jpgনিজস্ব সংবাদদাতাঃ ফের ইন্দ্রপতন ঘটে গেল বাংলা সঙ্গীত মহলে। অকালে আচমকাই সকলকে ফাঁকি দিয়ে তাঁর নিজের গানের সুরে সুর মিলিয়ে “দূরে বহু দূরে” পাড়ি জমালেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী প্রতীক চৌধুরী। অ্যাড জিঙ্গল এর জনপ্রিয় শিল্পী বাংলা আধুনিক গানের এক অন্যধারার শিল্পী ছিলেন প্রতীক চৌধুরী। নিজের অফিসেই হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিন দশকের ও বেশি সময় ধরে আপামর জনসাধারনকে মুগ্ধ করে রাখা শিল্পী।  (ছবি সংগৃহীত)  ….

 

%d bloggers like this: