সাহিত্যের সুবাস লিটেরোমা

DSC_0117নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা সাক্ষী হয়ে রইল এক অনন্য সুন্দর মুহূর্তের, লিটেরোমা কলকাতাবাসীদের উপহার দিলো এই মনোজ্ঞ সন্ধ্যা এক অভিনব গ্যালা পার্টির মধ্য দিয়ে। রবিবারের সন্ধ্যা জমজমাট হয়ে উঠেছিলো একঝাঁক নবীন-প্রবীণ কবি, লেখকদের সমাগমে এবং অংশগ্রহণে। লিটেরোমা পাবলিশিং হাউসের আয়োজন ছিলো এদিনের সন্ধ্যায় বই প্রকাশ, কবিতা পাঠ ও উপস্থিত সকল কবি, লেখক-লেখিকাদের শংসাপত্র প্রদান। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি লেখক গোপাল লাহিড়ী ও প্রতিবেশী রাজ্য বিহারের কবি ও লেখক অশ্বিনী রই সহ সংবাদ প্রতিখনের সম্পাদক স্বরূপম চক্রবর্তী কে সন্মাননা প্রদান করেন লিটেরোমা কর্তৃপক্ষ। অনুষ্ঠানের শুরুতে লিটেরোমার প্রধান পৃষ্ঠপোষক সুব্রতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন সকলের লেখার প্রতিভাকে রূপ দিতে তাঁরা বদ্ধপরিকর, অনেকের মধ্যেই প্রতিভা থাকে, সেই সুপ্ত প্রতিভাকে বিকাশ ঘটাতে লিটেরোমা প্রস্তুত এবং নবীন কবি- লেখকদের সদাই স্বাগত জানায় তাঁরা।

advt-vromonolife

লিটেরোমার প্রধান ঋত্বিকা বন্দ্যোপাধ্যায় লিটেরোমা শব্দটির অর্থ ‘সাহিত্যের সুবাস’ বলে বলেন তাঁরা একদম বিনামূল্যে বই প্রকাশ করেন যেমন এদিনের অনুষ্ঠানে তাঁরা দুটি বই একদম বিনামূল্যে প্রকাশ করেছেন। বই প্রকাশের জন্য তাঁরা কোনও আর্থিক মূল্য নেন না। তাঁরা শুধুমাত্র বইটির আন্তর্জাতিক বাজারে পরিবেশন কর্তার জন্য সামান্য অর্থ নিয়ে থাকেন অথবা সেই অর্থ নিজের ভাগ করে বইটিকেই বাজারে পরিবেশন করেন। প্রবীণ-নবীন কবি-লেখক সমন্বয়ে এদিনের সন্ধ্যায যেন চাঁদের হাট বসেছিল দক্ষিণ কলকাতার ডুডুল স্টুডিয়’র সভাগৃহে। (ছবি-নিজস্ব)

gorumara

bhuyan-package

jaldapara

%d bloggers like this: