রাহুল, পূর্ব বর্ধমান: পূর্ব-বর্ধমানের মঙ্গলকোট ব্লকের মাজিগ্রাম যুব মৈত্রী ক্লাবের উদ্যোগে সীমান্তের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে শীতবস্ত্র বিতরণ করা হলো। ২য় বৎসরে পদার্পণ করলো এই অনুষ্ঠান। বিকাল চারটে থেকে এই অনুষ্ঠান শুরু হয়। মাজিগ্রামের বিভিন্ন পাড়া থেকে দুঃস্থ মানুষজনকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিনামূল্যে বস্ত্র বিতরণ করা হয়। এদিন প্রায় ১৫০ জন মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনা কর্মী হিরণময় ঘোষ, কর্মরত সেনাকর্মী দেবরাজ চৌধুরী, কর্মরত সেনাকর্মী কুন্তল দত্ত, ক্লাব সেক্রেটারি তন্ময় অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিগণ।