জী টিউন্স ভক্তিগীতির অনুষ্ঠানে

শুধুমাত্র হিন্দী বা বাংলা গানে নয়। জী টিউন্স বাংলা গানের দল অসাধারণ এক ভক্তিগীতির অনুষ্ঠান পরিবেশন করে উপস্থিত সকলকে মোহিত করে রাখলো গতকাল সন্ধ্যায়। শ্রী শ্রী অর্ধনারীশ্বর মহাদেবের ৫৬ তম বার্ষিক প্রতিষ্ঠা তিথি উত্‍সব উপলক্ষে রিষড়া প্রেম মন্দির আয়োজিত ৩ দিনের অনুষ্ঠানের ২য় সন্ধ্যার (২১ জানুয়ারী, ২০১৯) অনুষ্ঠানে ভক্তিগীতি পরিবেশন করে নবীন-যুবক বৃন্দের এই গানের দল। এদিন জী টিউন্স এর সঙ্গে মঞ্চে উপস্থিত থেকে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মৌমিতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিবেশবিদ অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advt.

%d bloggers like this: