রাজ্যে হাম ও রুবেলা প্রতিরোধে টিকাকরণ

হ্যাম আর রুবেলা রোগ রোগ প্রতিরোধে পশ্চিমবঙ্গের ৯ থেকে ১৫ বছর বয়সী ২.৫৪ কোটি বালক-বালিকাদের মিজলস(হাম)-রুবেলা ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। আর এই বিষয়ে রাজ্য সরকারকে সব ধরনের সহায়তা করতে এবং সরকারের পাশে থেকে রাজ্য থেকে এই দুটি রোগকে উত্‍খাত করতে ওয়েস্টবেঙ্গল অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স। ওয়েস্টবেঙ্গল অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স মূলত এই রাজ্যের শিশু রোগ বিশেষজ্ঞদের একটি সংগঠন। প্রসঙ্গত, এখনও হাম ও রুবেলা রোগ দুটির সেইরকম কোনও চিকিত্‍সা নেই, একটাই উপায় টিকাকরণ। প্রধানত বাতাসের মধ্যমে এই দুটি রোগের সংক্রমন হয়। ওয়েস্টবেঙ্গল অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স এর পক্ষে ডাঃ অরুণ মাইতি, ডাঃ পল্লবী চ্যাটার্জী, ডাঃ মৌসুমী নন্দী কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানান যে তারা চান এই দুটি মারন রোগকে দেশ থেকে নির্মূল করার লক্ষে টিকাকরণ কর্মসূচির সঠিক রূপায়ন।এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিসেফের পক্ষে ডাঃ সুরেশ ঠাকুর, ডাঃ কনিনীকা মিত্র এবং হু’র পক্ষে ডাঃ দেবাশীষ রায়।

%d bloggers like this: