Site icon Sambad Pratikhan

পর্যটন ক্ষেত্রে ভারত-কোরিয়া মউ স্বাক্ষর হতে চলেছে

Advertisements

পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ভারত ও কোরিয়ার মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন জানিয়েছে। এই চুক্তি স্বাক্ষরে মূল উদ্দেশ্য ভারত ও কোরিয়ার মধ্যে পর্যটন সম্পর্কিত তথ্যের আদান-প্রদান ও দু-দেশের পর্যটন শিল্পে যুক্ত সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ, যেমন হোটেল ও ট্যুর অপারেটরদের মধ্যে সহযোগিতা স্হাপনে উৎসাহ প্রদান করা। পর্যটন ও আতিথিয়েতা ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহ এই ক্ষেত্রে মানবসম্পদ বিকাশে সহযোগিতা বৃদ্ধিতে আদান-প্রদান ইত্যাদি। এছাড়া পর্যটনের প্রসারের লক্ষ্যে দু-দেশের ট্যুর অপারেটর, সংবাদমাধ্যম ও বিশিষ্ট ব্যক্তিরা একে অপরের দেশে সফর করবে। চুক্তিতে একে অপরের দেশের পর্যটন মেলা ও প্রদর্শনীতে অংশ নেওয়া সহ পর্যটনের প্রসারের লক্ষে বিভিন্ন স্হানের উন্নয়ন ও প্রচার সংক্রান্ত অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার কথাও বলা হয়েছে। এই চুক্তির লক্ষ্য দু-দেশেই নিরাপদ পর্যটন ব্যবস্হা গড়ে তোলা। প্রসঙ্গত ভারত ও কোরিয়ার মধ্যে দৃঢ় কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। এখন পর্যটনের ক্ষেত্রেও সহযোগিতা দৃঢ় করতে দুটি দেশই আগ্রহী। পূর্ব এশিয়ার মধ্যে কোরিয়া থেকে বহু পর্যটক ভারতে সফরে আসেন।

Exit mobile version