Site icon Sambad Pratikhan

কেন্দ্রীয় মন্ত্রিসভা আন্তর্জাতিক সৌর জোটের সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে

Advertisements

নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রসংঘের সদস্যভুক্ত সব দেশ যাতে আন্তর্জাতিক সৌরজোট বা আইএসএ-র সদস্যপদ লাভ করতে পারে, সেজন্য আইএসএ-র কাঠামো চুক্তিতে সংশোধনী আনার লক্ষ্যে গৃহীত প্রস্তাব আইএসএ-র প্রথম অধিবেশনে পেশ করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।আইএসএ-র সদস্যপদ মুক্ত করা হলে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে জোরদার আবেদন জানানো যাবে। এর ফলে, রাষ্ট্রসংঘের সদস্য সব দেশ আইএসএ-র অন্তর্ভুক্ত হতে পারবে। সদস্য দেশের সংখ্যা বাড়ালে আইএসএ-র উদ্যোগ বিশ্বের বৃহত্তম স্বার্থে ব্যবহার করা সম্ভব হবে।(ছবি সৌজন্যে গুগুল)

Exit mobile version