Site icon Sambad Pratikhan

ভিলাই কান্ডে নিহতদের পরিবারগুলিকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ

Advertisements

নিজস্ব সংবাদদাতা, ছবি সৌজন্যে গুগুল: ভিলাই ইস্পাত কারখানায় গত ৯ অক্টোবর অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের পরিবার পিছু ৩০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষনা করলেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী চৌধুরি বীরেন্দ্র সিং। এই দূর্ঘটনায় গুরুতর আহতদের ১৫ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ২ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। গতকালের এই দূর্ঘটনায় আহতদের দেখতে শ্রী সিং হাসপাতালে যান। তিনি সেখানে আহতদের পরিবারগুলির সদস্যদের সঙ্গেও কথা বলেন। এই দূর্ঘটনায় হতাহতদের জন্য ইস্পাত মন্ত্রী যে আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষনা করেছেন, তার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলি বিধিবদ্ধ ক্ষতিপূরণ বাবদ ৩৩ লক্ষ থেকে ৯০ লক্ষ টাকা পর্যন্ত পাবেন। এছাড়াও, দূর্ঘটনায় নিহতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্য শ্রী সিং সেইল-কে নির্দেশ দিয়েছেন। নিহত ব্যক্তিদের ছেলেমেয়েদের স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনার যাবতীয় খরচ বহনের নির্দেশও সেইল-কে দেওয়া হয়েছে। অগ্নিকান্ডের এই ঘটনায় চিকিৎসাধীন আরও দুই ব্যক্তির মৃত্যু হওয়ায়, নিহতের সংখ্যা বেড়ে ১১ হয়েছে। ভিলাই ইস্পাত কারখানার হাসপাতালের বার্ন ওয়ার্ডে ১০ জন ব্যক্তির চিকিৎসা চলছে। অপর দুই ব্যক্তির অবস্হা জটিল থাকায় তাদের আইসিইউ-তে রাখা হয়েছে। প্রসঙ্গত ভিলাই ইস্পাত কারখানায় অগ্নিকান্ডের ঘটনার জন্য কারখানার দুই শীর্ষ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে এবং সিইও-কে কর্তব্যে গাফিলতির দরুন কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। (সূত্র-পিআইবি)

Exit mobile version