Site icon Sambad Pratikhan

শোলা শিল্পকে বাঁচিয়ে রাখতে অনন্য প্রয়াস

Advertisements

প্রতিমাকে বিসর্জন করার আগে থেকেই এনারা আগামীর মাতৃ আরাধনার প্রস্তুতি শুরু করে দেন। ৬৭ বছর ধরে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, শিল্পকলা, ঐতিহ্যকে পাথেয় করে বাংলার সাবেকিয়ানা ও গরিমাকে বজায় রেখে দক্ষিণ কলকাতার লেক সংলগ্ন ক্লাব বালিগঞ্জ কালচারাল অ্যাসোশিয়েসন আজও দুর্গাপূজা অনুষ্ঠিত করে চলেছে।

বর্তমান বছরে তাদের পুজোর অন্যতম থিম বাংলার শোলা শিল্প ও শোলা শিল্পী। এই বছর তাদের মন্ডপ সাজিয়ে তোলা হয়েছে সম্পুর্ন ভাবে শোলা দিয়ে। ডায়মন্ড হারবার থেকে ১৫ কিমি দূরের এনায়েতপুর গ্রামের শোলা শিল্পীরা এইবছর তাদের মন্ডপ সাজানোর দায়িত্বে রয়েছেন বলে জানালেন বালিগঞ্জ কালচারাল অ্যাসোশিয়েসনের সম্পাদক অঞ্জন উকিল। তিনি আরও জানান তাদের মন্ডপ যেহেতু শোলা দিয়ে সাজানো হচ্ছে তাই তারা অগ্নি রোধক রং সারা মন্ডপে ব্যবহার করেছেন আগুনের হাত থেকে মণ্ডপকে রক্ষা করতে।

Exit mobile version