দ্বাদশতম জয়চণ্ডী পাহাড় পর্যটন উত্সব শুরু হচ্ছে আগামী ২৮ ডিসেম্বর,২০১৭ থেকে। জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব কমিটি আয়োজিত এই বছরের এই উত্সবের উদ্বোধন করবেন মাননীয় বিধায়ক পূর্ণচন্দ্র বাউরী।অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, সাথে মোহন চলচ্চিত্রকার সত্যজিত্ রায়ের পদধূলিতে ধন্য পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। পুরুলিয়ার পর্যটনে এই পাহাড় এক বিশেষ ভূমিকা পালন করে। এবারের উত্সবে থাকছে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নৃত্য সহ ঝুমুর, বাউল গানের আসর সঙ্গে থাকছে পুরুলিয়ার পর্যটনের নানান হাল হদিস। উত্সব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।