পর্যটকদের কাছে পুরুলিয়াকে আরও বেশি করে আকর্ষণীয় করে তুলতে আগামী ৩০ ডিসেম্বর থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পুরুলিয়া জেলা পরিষদের উদ্যোগে শুরু হতে চলেছে অযোধ্যা পাহাড় পর্যটন উত্সব ২০১৭-২০১৮। পুরুলিয়ার পর্যটনের বিকাশে নেওয়া এই উত্সব চলবে ১ জানুয়ারী, ২০১৮ পর্যন্ত। জঙ্গলমহলের এই জেলার প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের কাছে চিরকালীন আকর্ষণ।এর সাথে উপরি পাওনা অযোধ্যা পাহাড় আর তার চোখ জুড়ানো মনকারা বন্য পরিবেশ। এবারের উত্সবে দেশী বিদেশী পর্যটকদের জন্য থাকছে পাহাড়-জঙ্গলে তাবুতে রাত্রিবাসের লোভনীয় ব্যবস্থা বলে সংবাদে প্রকাশ।