বাঁকুড়ার অন্যতম প্রাণকেন্দ্র বিষ্ণুপুরে ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ৩০তম বিষ্ণুপুর মেলা। ২৩ থেকে ২৭ ডিসেম্বর অবধি পাঁচ দিনের এই মেলায় থাকছে যদু ভট্ট মঞ্চ, গোপেশ্বর মঞ্চ, রামানন্দ মঞ্চ ও যামিনী রায় নামাঙ্কিত চারটি মঞ্চ। প্রতিবারের মত এই বছরর ও মেলার আসর বসেছে বিষ্ণুপুর হাইস্কুল এবং কেজি কলেজের পাশের মাঠে। বিষ্ণুপুর মেলার এই বছরের থিম সার্ধ শতবর্ষে ভগিনী নিবেদিতা। চারটি সাংস্কৃতিক মঞ্চে থাকছে নানান স্বাদের অনুষ্ঠান। এর সঙ্গে থাকছে জেলা কুটির ও হস্তশিল্প’র স্টল। মূলত জেলার কুটির ও ক্ষুদ্র শিল্প’র প্রসারে আজ থেকে ৩০ বছর আগে সরকারী উদ্যোগে সূত্রপাত হয়েছিল বিষ্ণুপুর মেলার। বাঁকুড়ার অন্যতম প্রাণকেন্দ্র বিষ্ণুপুরে ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ৩০তম বিষ্ণুপুর মেলা। ২৩ থেকে ২৭ ডিসেম্বর অবধি পাঁচ দিনের এই মেলায় থাকছে যদু ভট্ট মঞ্চ, গোপেশ্বর মঞ্চ, রামানন্দ মঞ্চ ও যামিনী রায় নামাঙ্কিত চারটি মঞ্চ। প্রতিবারের মত এই বছরর ও মেলার আসর বসেছে বিষ্ণুপুর হাইস্কুল এবং কেজি কলেজের পাশের মাঠে। বিষ্ণুপুর মেলার এই বছরের থিম সার্ধ শতবর্ষে ভগিনী নিবেদিতা। চারটি সাংস্কৃতিক মঞ্চে থাকছে নানান স্বাদের অনুষ্ঠান। এর সঙ্গে থাকছে জেলা কুটির ও হস্তশিল্প’র স্টল। মূলত জেলার কুটির ও ক্ষুদ্র শিল্প’র প্রসারে আজ থেকে ৩০ বছর আগে সরকারী উদ্যোগে সূত্রপাত হয়েছিল বিষ্ণুপুর মেলার।