চলছে বাংলার সৈকত উত্‍সব

চিত্র: সংগৃহীত

বিউটি অফ গড বা পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র সৈকত শহর দিঘায়, গত ২০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বেঙ্গল-বীচ ফেস্টিভ্যাল। দিঘা, শংকরপুর, মন্দারমনি ও তাজপুর সমুদ্র সৈকতের এই চারটি পর্যটন কেন্দ্রে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে সৈকত উত্‍সব। রাজ্য পর্যটন দপ্তর, দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের মিলিত উদ্যোগে অনুষ্ঠিত এবছরের বাংলার এই সৈকত উত্‍সবে থাকছে প্যারা গ্লাইডিং, এয়ার বেলুন, বীচ ভলিবল, ঢাক বাজানোর প্রতিযোগিতা, বীচ ম্যারাথন, সবলা মেলা, জেলা হস্তশিল্প মেলা, বই মেলা, কুইজ, ফুড ফেস্টিভ্যাল, সুইস টেণ্ট বা অত্যাধুনিক তাঁবুতে পর্যটকদের রাত্রীবাসের ব্যবস্থা ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্রাবি বা সৈকতের বিখ্যাত লাল কাঁকড়া এবছরের বেঙ্গল বীচ ফেস্টিভ্যালের ম্যাস্কট। সৈকত উত্‍সবের অন্যতম আকর্ষণ জন প্রতি ২০০০ টাকার বিনিময় হেলিকপ্টারে সমুদ্র দর্শন।

চিত্র: সংগৃহীত

অপরদিকে পর্যটকদের আকর্ষণ করতে দিঘায় ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হতে চলেছে দিঘা উইন্টার কার্নিভাল। কার্নিভালে থাকবে রাজ্যের শিল্পীদের অনুষ্ঠান সহ দেশ বিদেশের নৃত্যানুষ্ঠান, ফায়ার ডান্স, বেলি ডান্স, ড্রাগন ডান্স ইত্যাদি। পর্যটকদের সবরকম সহযোগিতার আশ্বাস দিচ্ছেন দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ ও দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোশিয়েশন। পর্যটকদের নিরাপত্তার দিকেও বিশেষ লক্ষ্য রাখা হচ্ছে। সমুদ্র স্নানে পর্যটকদের সাহায্য করার জন্য ও তাদের নিরপত্তার জন্য সৈকত উত্‍সব ও উইন্টার কার্নিভাল উপলক্ষে দিঘার সমুদ্রে অতিরিক্ত মহিলা ও পুরুষ নুলিয়া মোতায়ন করা হচ্ছে।

চিত্র: সংগৃহীত

%d bloggers like this: