রাজ্য সরকার রাজ্যের পর্যটনের উন্নতিতে সারা রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে হোম স্টের উন্নতি সাধনে ও পর্যটকদের ন্যায্য মূল্যে পরিষেবা দিতে বদ্ধ পরিকর। গত ১৯ ডিসেম্বর কলকাতার এক অভিজাত হোটেলে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত ট্রাভেল ইন্ডিয়া ২০১৭ শীর্ষক ট্রাভেল ও টুরিজম এর ওপর এক আলোচনা চক্রে পশ্চিমবঙ্গ পর্যটনের মুখ্য সচিব অত্রি ভট্টাচার্য এ কথা জানান। তিনি এই দিন এই রাজ্যের অন্যতম প্রধান উত্সব দুর্গা পুজোকে কেন্দ্র করে পর্যটনের বিশাল সম্ভাবনার কথাও তুলে ধরেন। দুদিন ধরে চলা এই আলোচনা চক্রে মেডিক্যাল, টুরিজম, ভারতের পূর্ব প্রান্তের টুরিজমের বর্তমান অবস্থা, এবং তার পরিবর্তণ সংক্রান্ত বিষয় সমূহ সহ পর্যটন সেক্টরে নানান সুযোগ, হেরিটেজ টুরিজম, পূর্ব ভারতে বুদ্ধ পর্যটন কেন্দ্রগুলোর সম্ভাবনার কথা ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব।
পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন ও ঝাড়খণ্ড পর্যটন ছাড়াও রাজ্যের বিভিন্ন বেসরকারি পর্যটন সংস্থাদের সক্রিয় অংশগ্রহণ ছিল এই দুদিনের আলোচনা চক্রে। প্রথমদিনে বিশেষ অতিথি প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ভারতীয় বন্যপ্রাণ বিষয়ক সিনেমার অংশ নিয়ে বিশেষ আলোকপাত করেন।